হলুদ কার্ড দেখিয়ে কাকার সঙ্গে সেলফি রেফারির - football
ব্রাজ়িলীয় তারকা ফুটবলার কাকা ৷ আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর নিলেও অনুরাগীদের কাছে কিন্তু তাঁর কদর কমেনি ৷ ব্রাজ়িল-ইজ়রায়েলের প্রদর্শনী ম্যাচে তাঁকে হলুদ কার্ড দেখালেন এক রেফারি ৷ মহিলা রেফারি হলুদ কার্ড দেখালেও মাঝমাঠে প্রিয় তারকার সঙ্গে সেলফি নিতে কিন্তু ভোলেননি ৷ পোস্ট হতেই ভাইরাল হয় সেটি ৷