অলিম্পিকে পদক জেতাই লক্ষ্য মদনপুরের ত্রিয়াসার - অলিম্পিক
শিমুরালি উপেন্দ্র বিদ্যামন্দিরের হয়ে জেলা প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছিলেন অ্যাথলিট হিসেবে ৷ সেখানেই রাজ্যস্তরের কোচেদের নজরে পড়ে যান ত্রিয়াসা পাল ৷ তাঁকে দৌড়ের বদলে সাইক্লিংয়ে নামার পরামর্শ দেন তাঁরা৷ সেই পরামর্শ মেনে রেস ট্র্যাক ছেড়ে সাইক্লিংয়ে নামেন ত্রিয়াসা ৷ এর পর গত দু'বছরে একের পর এক আন্তর্জাতিক ইভেন্টে পদক জিতেছেন ত্রিয়াসা ৷ এবার তাঁর লক্ষ্য 2024 সালের প্যারিস অলিম্পিক ৷ দেখুন ভিডিয়ো...