পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ডার্বি সহ বাকি সব ম্যাচে সেরা দল নামাব : কিবু ভিকুনা - kibu vicuna on derby match

By

Published : Mar 11, 2020, 9:20 PM IST

আই লিগ জয়ের উৎসব মোহনবাগান জুড়ে। কর্তা থেকে সদস্য সমর্থক, সকলেই বর্তমান দলের এই সাফল্যকে তাড়িয়ে উপভোগ করছেন। এবার সামনে ইস্টবেঙ্গল। আই লিগের দ্বিতীয় ডার্বি খেলতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল 15 মার্চ পরস্পরের মুখোমুখি হবে। খেতাব নিশ্চিত হওয়ার পরে ডার্বির জন্যে মোটিভেশন ধরে রাখা কঠিন। যদিও কোচ কিবু ভিকুনা রাশ আলগা করতে নারাজ। বলছেন ডার্বি সহ বাকি তিন ম্যাচে সেরা দল নামাবেন। আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই। 1999 সালে আই লিগ জয়ের স্বপ্নপূরণের পরে ডার্বি খেলতে নেমে ইস্টবেঙ্গলের কাছে লজ্জার পরাজয়। আনন্দের জোয়ারে বিষাদ নেমে এসেছিল। মোহনবাগান সমর্থকরা সেবার ক্ষোভে ক্লাবের পতাকা পুড়িয়ে ছিলেন। কর্তাদের সেই স্মৃতি রয়েছে। তাই আই লিগ জয়ের আনন্দ করলেও ডার্বির আগে দলে কোন আত্মতুষ্ট মনোভাব বরদাস্ত করতে চান না। ইতিমধ্যে বিরাট অঙ্কের পুরস্কার মূল্য দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন কর্তারা। 4 এপ্রিল মাঠে আই লিগ ট্রফি হাতে তোলার পরে পতাকা উত্তোলন করা হবে। ক্লাব কর্তাদের সংগ্রামী মানসিকতায় সায় মোহনবাগান কোচ কিবু ভিকুনার। বলছেন শুধু ডার্বি নয় বাকি চার ম্যাচে তাঁরা সেরা একাদশ নামাবেন। তাঁরা পেশাদার ফুটবলার। খেতাব নিশ্চিত হলে কাজ শেষ হয় না। মরশুমের শেষ ম্যাচ পর্যন্ত দলকে জয় উপহার দেওয়া দায়িত্ব। কলকাতা লিগ ইস্টবেঙ্গল জেতার পরে ডার্বিতে খেলতে নেমে হেরে গিয়েছিল। সেবার সবুজ শিবির থেকে বলা হয়েছিল তাঁরা বিরিয়ানি থেকে মাংসটা তুলে নিয়েছেন। অর্থাৎ তাঁরা প্রতিপক্ষের জয়ের আনন্দে সেরা মুহূর্ত নষ্ট করেছেন। নিজেদের ক্ষেত্রে যাতে তা না হয় মোহনবাগান তাই সতর্ক।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details