ঘরের মধ্যেই শারীরিক কসরত নেইমারের - স্টিভ স্মিথ ঘরের মধ্যেই অনুশীলন করছিলেন
লকডাউনের জেরে প্রায় সবাই গৃহবন্দী ৷ ব্যতিক্রম নয় ফুটবলাররাও ৷ কিন্তু এই লকডাউনের মাঝেই শারীরিক কসরত করতে ব্যস্ত অনেক ক্রীড়াবিদই ৷ গতকালই স্টিভ স্মিথকে ঘরের মধ্যেই অনুশীলন করতে দেখা গিয়েছিল ৷ এবার সামনে এল ব্রাজ়িলিয়ান তারকা ফুটবলার নেইমারের জিম সেশন ৷ দেখা গেল জিমের মধ্যে ঘাম ঝড়াচ্ছেন নেইমার ৷