নিজেকে ফিট রাখতে বাড়িতেই কসরত শুরু বিরাটের - corona virus
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ তাই গৃহবন্দী সবাই ৷ গৃহবন্দী ক্রিকটারাও ৷ এই লকডাউনে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তাঁরা ৷ তবে এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দেখা গেল গা ঘামাতে ৷ বাড়ির লনে অনুশীলন শুরু করলেন বিরাট কোহলি ৷ শুধু শরীরচর্চা করতেই দেখা গেল ভারত অধিনায়ককে ৷ সেই ভিডিয়ো নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট ৷