প্রথম শতরানের ভিডিয়ো পোস্ট, বিরাটকে জন্মদিনে শুভেচ্ছা BCCI-এর - cricket
বিরাট কোহলি ৷ রানমেশিন আজ পা রাখলেন 31 বছরে ৷ BCCI-এর তরফে বিরাটকে শুভেচ্ছা জানানো হল টুইটারে ৷ পোস্ট করা হল একদিনের ম্যাচে তাঁর প্রথম শতরানের এই ভিডিয়োটি ৷ রানমেশিনের যাত্রা শুরু, উল্লেখ করা হয়েছে এমনটাই ৷