রান নিতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন ব্যাটসম্যান : ভিডিয়ো - Michael Vaughan
ক্রিকেট মাঠে রান নিতে গিয়ে বিপত্তি হামেশাই হয়। কখনও দুই ব্যাটসম্যানের মধ্যে সমন্বয়ের অভাব, তো কখনও ভুল সিদ্ধান্তের জন্য রান আউট। কিন্তু রান নিতে গিয়ে পিছলে পড়ে যাওয়া! একবার নয়, দুবার। খুব একটা দেখা যায় না। এই দৃশ্য দেখা গেল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ।