পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লাল-হলুদে মিউজ়িয়াম, থাকবে ক্রিকেট-ফুটবল ও হকির স্মারক - লাল হলুদ ব্রিগেড

By

Published : Sep 3, 2020, 10:09 PM IST

ইস্টবেঙ্গলে মিউজ়িয়াম । 100 বছরের ইতিহাস সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে লাল-হলুদ ব্রিগেড । ক্লাব প্রাঙ্গনের ভিতরে কনফারেন্স রুমকে বদলে ফেলা হচ্ছে লাল হলুদ সংগ্রহশালায় । যুদ্ধকালীন তৎপরতায় এই বিরাট উদ্যোগের রূপায়ণ হচ্ছে । উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কাছে আমন্ত্রণ পাঠানো ছাড়াও কর্তারা অনুরোধ করেছেন, ব্যস্ত সূচির মধ্যে তিনি সময় দিলেই উদ্বোধন হবে ইস্টবেঙ্গল মিউজ়িয়াম । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, 20 বছরের চেষ্টার রূপায়ণ হচ্ছে । অন্য কোনও ক্লাবের এই সংগ্রহশালা নেই । সেদিক থেকে ইস্টবেঙ্গল পথপ্রদর্শক । ক্লাবে ফুটবল, ক্রিকেট, হকির সাফল্যের স্মারক থাকবে । তবে শুধু ইস্টবেঙ্গলের হয়ে সাফল্য নিয়ে আসা ব্যক্তিত্বদের স্মারক উপহার নয়, ভারতের হয়ে সাফল্য পাওয়া ব্যক্তিত্বদের স্মারকও থাকবে এই সংগ্রহশালায় ।

ABOUT THE AUTHOR

...view details