পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ব্যারাকপুরে প্রাক্তন অজ়ি অধিনায়ক স্টিভ ওয়া - steve waugh is at barackpur, played cricket with children

By

Published : Jan 26, 2020, 9:31 PM IST

গতকাল রাজ্যে এসেছিলেন ব্রায়ান লারা ৷ আজ এলেন প্রাক্তন অজ়ি অধিনায়ক স্টিভ ওয়া ৷ শুধু এলেনই না ৷ কচিকাঁচাদের সঙ্গে সময়ও কাটালেন প্রাক্তন ক্রিকেট তারকা ৷ আর স্টিভকে সামনে পেয়ে বাঁধনছাড়া আমজনতা ৷ ছোটো ছোটো শিশুদের সঙ্গে ব্যাট হাতে নেমে পড়লেন মাঠে ৷ ব্যারাকপুরে শিশুদের হোম উদয়নের 50 বছর পূর্তি উপলক্ষ্যে সেখানে আসেন প্রাক্তন অজ়ি অধিনায়ক স্টিভ ৷

ABOUT THE AUTHOR

...view details