ছেলের ক্ষৌরকারের ভূমিকায় সচিন - মাস্টার ব্লাস্টার
সম্পূর্ণ নতুন অবতারে সচিন তেন্ডুলকর ৷ এবার ছেলের ক্ষৌরকারের ভূমিকায় স্বয়ং মাস্টার ব্লাস্টার ৷ দেশজুড়ে লকডাউন তাই খোলা নেই কোনও স্যালঁ ৷ তাই ঘরেই ছেলে অর্জুনের চুলে ছাঁট দিতে দেখা গেল সচিনকে ৷ নিজেই সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন সচিন ৷ তিনি ক্যাপশনে লেখেন,‘‘ একজন বাবা হিসেবে সবকিছু করতে হয় ৷ এটা তোমার ছেলেদের সঙ্গে খেলাধূলা হতে পারে, তাদের সঙ্গে জিম করা হতে পারে অথবা চুল কাটাও হতে পারে ৷ ’’