Kolkata Table Tennis Academy : অলিম্পিক পদক জেতার লক্ষ্যে কাজ করবে কলকাতা টিটি অ্যাকাডেমি : পৌলমী - Paulmi Das
পানাগড় থেকে ভার্চুয়ালি কলকাতা টেবিল টেনিস অ্যাকাডেমির উদ্বোধন করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক বেসরকারি সংস্থার সহযোগিতায় অ্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত আন্তর্জাতিক মানের এই টেবিল টেনিস অ্যাকাডেমিতে প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন মহিলা টেবিল টেনিসে জাতীয় স্তরে চ্যাম্পিয়ন খেলোয়াড় পৌলমী ঘটক ৷ প্রাক্তন এই টেবিল টেনিস খেলোয়াড়কে এই টিটি অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ উদ্বোধনী মঞ্চ থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷ এ নিয়ে পৌলমী ঘটক জানিয়েছেন, ‘‘আমাদের লক্ষ্য একটাই ৷ দেশকে পদক এনে দেওয়া ৷’’