পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ডার্বির আগে ইস্টবেঙ্গলকে সমীহ মোহনবাগান কোচের - ডার্বির প্রস্তুতি মোহনবাগানে

By

Published : Jan 18, 2020, 7:47 PM IST

ডার্বির আগেই ঘোষণা হয়েছে আগামী মরশুমে ISL খেলতে চলেছে মোহনবাগান ৷ ATK-র সঙ্গে মিশে গেছে মোহনবাগান, যা নিয়ে সদস্য-সমর্থকদের মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গেছে ৷ নতুন মরশুমে বদলে যাওয়া মোহনবাগানে সুযোগ মিলবে কি না তা নিয়ে দোলাচলে ফুটবলাররা । মাঠের বাইরের এই অস্বস্তি সঙ্গে করে 19 জানুয়ারির ডার্বিতে নামছে মোহনবাগান । ফ্রান গঞ্জালেসকে পাশে নিয়ে বাগান কোচ কিবু ভিকুনা বলছেন, "আমরা গত কয়েকটি ম্যাচে ভালো পারফরম্যান্স করে রবিবার খেলতে নামব । আমরা অন্য কিছু নয়, কেবলমাত্র ডার্বিতে মনসংযোগ করছি । কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে শক্ত ম্যাচ খেলতে নামছি ।" বলা হচ্ছে এই ডার্বিতে ইস্টবেঙ্গল আন্ডারডগ । মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার এই মতে প্রতিটি ডার্বি স্পেশাল । ডার্বিতে প্রতিটি ফুটবলারই গুরুত্বপূর্ণ । শুধু ভারত নয়,পৃথিবীর সব ডার্বির ক্ষেত্রেই এটা প্রযোজ্য ।

ABOUT THE AUTHOR

...view details