আই লিগের চ্যালেঞ্জ নিতে দল তৈরি, ঘোষণা কিবু ভিকুনার - মোহনবাগান কোচ কিবু ভিকুনা
🎬 Watch Now: Feature Video
30 নভেম্বর আই লিগের বল গড়াবে । প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ আইজ়ল FC । আইজ়লে গিয়ে খেলতে হবে বাগানকে । পাহাড়ের ঠাণ্ডা, কৃত্রিম ঘাসের মাঠে খেলা এবং শিলটন ডিসিলভা, অরিজিৎ বাগুই, আজ়হারউদ্দিন মল্লিকের চোটের অস্বস্তি ছাড়া দল তৈরি । অন্তত মোহনবাগান কোচ কিবু ভিকুনা সেই দাবিই করছেন । আই লিগের আগে 20 টি ম্যাচ খেলেছে তাঁর দল । ফলে দল নিয়ে এ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা শেষ । এবার মেলে ধরার কথা বলছেন তিনি এবং সেই কাজে দল সফল হবে বলে বিশ্বাস করেন বাগান কোচ ।