সাইরাসকে নিয়ে আশাবাদী, দলের খেলায় খুশি ভিকুনা - সাইরাসকে নিয়ে আশাবাদী
চোট পাওয়া ড্যানিয়েল সাইরাস অনুশীলনে ৷ ফিজ়িয়োর কাছে রিহ্যাবও শুরু করেছেন ৷ যেভাবে ক্যারিবিয়ান ডিফেন্ডার সাড়া দিচ্ছেন, তাতে পঞ্জাব FC-র বিরুদ্ধে তাঁকে পাবেন বলেই আশা করছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা ৷ চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর গতকাল বিকেলে অনুশীলন শুরু করল সবুজ-মেরুন ৷