পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ISL বদলাল আবহাওয়া, কল্যাণ মজুমদারের বিদায় জল্পনায় জল ঢাললেন শীর্ষকর্তা - কল্যাণ মজুমদার

By

Published : Sep 27, 2020, 10:56 PM IST

ISL-এর মঞ্চে ইস্টবেঙ্গলের পা রাখার সরকারি খবর আসতেই সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ দেখি গিয়েছিল । সেই উচ্ছ্বাস দেখা গেল ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যেও । দু'দশক আগে লেসলি ক্লডিয়াস সরণিতে পা রেখেছিলেন বর্তমান সচিব কল্যাণ মজুমদার । সেবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল । এবার ISL-এর মঞ্চে পা রাখল লালহলুদ । মনে করিয়ে দিলেন তিনি ৷ এমনিতে কোরোনা আবহে ইস্টবেঙ্গল মাঠে এখনও বল গড়ায়নি । ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানেও কাটছাঁট হয়েছে । তারই মধ্যে জল্পনা ছিল, লাল হলুদ সচিব কল্যাণ মজুমদার অসুস্থ ৷ ফের প্রশাসনে আসতে নারাজ । যদিও ISL-এর ছাড়পত্রের সংবাদের পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে চোখের জল সামলাতে পারলেন না সচিব । শীর্ষকর্তা দেবব্রত সরকার শোনালেন ভবিষ্যৎ কর্মসূচির কথা ।

ABOUT THE AUTHOR

...view details