নিজের অভিনয় দক্ষতা নিয়ে বিস্মিত পাঠান - ইরফান খানের ছবি কোবরা
উনিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট আবির্ভাব । শুরুতেই সবার নজর কাড়েন । কিন্তু মাত্র আটাশ বছর বয়সে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন । তারপর আর জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাননি ইরফান পাঠান । আজ ক্রিকেটের বাইরে অভিনয়েও নিজের ছাপ রাখতে চাইছেন । খুব শিগগির মুক্তি পাচ্ছে তাঁর প্রথম দক্ষিণী ছবি । সাধারণতন্ত্র দিবসের সকালে কলকাতায় এসেছিলেন লিয়েন্ডার পেজের আমন্ত্রণে ৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ফিল্মি কেরিয়ারের প্রস্তুতির গল্প শোনালেন অকপটে । নিজের অভিনয় দক্ষতা দেখে নিজেই অবাক তিনি ৷