পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অলিম্পিকে চার বছর আগের ভুল করতে চান না মীরাবাই চানু - অলিম্পিক পদক, পাখির চোখ মীরাবাই চানুর

By

Published : Feb 3, 2020, 6:17 PM IST

2020 অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে চান না ভারতীয় অ্যাথলিট মীরাবাই চানু ৷ তাই চলছে বিশেষ ট্রেনিং । চারবছর আগের ভুল আর করতে চান না মণিপুরের মেয়েটি । চোখে ওয়েট লিফটিংয়ের 49কেজি বিভাগে পদক জয়ের স্বপ্ন । আপাতত কলকাতায় সিনিয়র নাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসেছেন তিনি । সামনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ । সব মিলিয়ে নিজের প্রস্তুতি ও পরিকল্পনার কথা ইটিভি ভারতকে শোনালেন মীরাবাই চানু ।

ABOUT THE AUTHOR

...view details