পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

গোলাপি আবহে ক্রিকেট যুদ্ধ, তৈরি ইডেন - India bangladesh pink ball debut

By

Published : Nov 20, 2019, 10:15 PM IST

গোলাপি টেস্টের আবহে মেতে উঠেছে শহর তিলোত্তমা ৷ সেজে উঠছে ইডেনও ৷ ক্রিকেটের মক্কার আকাশে উড়ছে বিশাল গোলাপি রংয়ের বল ৷ গোলাপি আভায় ঢাকা হয়েছে গোটা ইডেনকে ৷ এরই মাঝে আজ ইডেনের পিচ পরিদর্শনে আসেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ কথা বলেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ও আশিস ভৌমিকের সঙ্গে ৷ ভারতীয় শিবিরের অনুশীলন চলাকালীন পিচ ঘুরে দেখে গেলেন কোচ রবি শাস্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details