এটিকের সঙ্গে বিচ্ছেদের দাবিতে বিক্ষোভ বাগান সমর্থকদের - mohunbagan
আজ দুপুরে একাধিক ফ্যান ক্লাবের সদস্যরা মোহনবাগান ক্লাব তাঁবুতে বিক্ষোভ দেখান । মোহনবাগান ক্লাবের গেটে "রিমুভ এটিকে" পোস্টারও লাগানো হয় । তারপর মিছিল করে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসে গিয়ে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ সমর্থকরা । সদস্য সমর্থকদের দাবি, মোহনবাগান আইএসএল খেলবে নিজের নামে । সংযুক্তিকরণের মাধ্যমে নয় । এটিকের গত মরশুমের জার্সিতে রয় কৃষ্ণদের আর দেখতে চান না তাঁরা । কালো জার্সিতে নয় শুধুমাত্র পরিচিত সবুজ মেরুন জার্সিতেই দলকে দেখতে চান সমর্থকরা । এছাড়াও দলের নামও শুধুমাত্র মোহনবাগান করার দাবি করেন তাঁরা ।