মেরি কমের ছেলের জন্মদিনে কেক নিয়ে হাজির দিল্লি পুলিশ
গতকাল ছিল ভারতীয় বক্সার মেরি কমের ছোটো ছেলে প্রিন্সের জন্মদিন ৷ আর কোরোনা প্রতিরোধে গোটা দেশে এখন লকডাউন ৷ তবে এই দুর্দিনেও বন্ধ হল না জন্মদিন পালন ৷ প্রিন্সের জন্মদিনে কেক নিয়ে হাজির দিল্লি পুলিশ ৷ দূরত্বের বিধিনিষেধ মেনেই হল কেক কাটা ৷ সেই ভিডিয়ো নিজেই পোস্ট করলেন মেরি কম ৷
Last Updated : May 15, 2020, 4:35 PM IST