এক বনাম এগারো, বলছে ব্রাজিল সমর্থকরা ; ভাঙা পায়ে খেলা হবে, হুঙ্কার মেসি ভক্তদের - ব্রাজিল বনাম আর্জেন্টিনা
ফুটবল আবেগ সীমানার বাঁধ মানে না ৷ কোপার ফাইনাল ঘিরে উত্তেজনায় ফুটছে ফুটবলপ্রেমী তিলোত্তমা ৷ ব্রাজিল সমর্থকরা বলছেন, রবিবার ভোরে এক বনাম এগারোর খেলা হবে ৷ আর সেই একজন অর্থাৎ লিওনেল মেসি আবার পায়ে চোট পেয়েছেন ৷ পাল্টা হুঙ্কার ছাড়ছে আর্জেন্টিনার সমর্থকরাও ৷ বিধানসভা ভোটে ভাঙা পায়ে খেলে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চোটের তোয়াক্কা না করে মেসিও আর্জেন্টিনাকে জয়ী করবেন ৷ আশা তিলোত্তমার নীল সাদা সমর্থকদের ৷