Jhargram BJP Rally : পেট্রোপণ্যের উপর থেকে ভ্য়াট কমানোর দাবিতে বিজেপির মিছিল - মূল্যবৃদ্ধি
এক্সাইজ ডিউটি কমিয়ে জ্বালানির দামে স্বস্তি দিয়েছে কেন্দ্র ৷ বিজেপিশাসিত রাজ্যগুলিও পেট্রোপণ্যের উপর থেকে ভ্যাট কমিয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ করেনি ৷ এরই প্রতিবাদে শুক্রবার ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিল করে বিজেপি ৷ দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয় ৷ এদিন ঝাড়গ্রাম শহরে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয় ৷ শেষ হয় পাঁচমাথা মোড়ে ৷ এলাকার শতাধিক বিজেপি কর্মী মিছিলে অংশগ্রহণ করেন ৷