পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মোহনবাগান কোচ হওয়ার স্বপ্ন ব্যারেটোর - আজ মোহনবাগান তাঁবুতে ব্যারেটো

By

Published : Nov 4, 2019, 2:08 PM IST

ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম সেরা বিদেশী তিনি ৷ বি লাইসেন্স কোচিং ডিগ্রি রয়েছে তাঁর ৷ মোহনবাগান জনতার নয়নের মণি ব্যারেটো সোমবার সকালে অনুশীলনে এসেছিলেন মোহলবাগান মাঠে ৷ তাকে দেখতে ভিড় জমিয়ে ছিলেন সমর্থকরা । বর্তমান দলে তার চেনা পুরানো মুখের সংখ্যা মাত্র চার । কোচিং ডিগ্রির পরের স্তরে পৌছতে প্রয়োজনীয় হাতেকলমে শিক্ষার জন্যে গঙ্গা পাড়ের ক্লাবকেই বেছে নিতে চান সবুজ তোতা । বাগান কোচ ভিকুনা বলছেন ব্যারেটোর জন্য দরজা খোলা । মোহনবাগান কোচের চেয়ার ঘিরে স্বপ্নের কথাও জানালেন তিনি । পেশাদার কোচ হলেও ইস্টবেঙ্গলের কোচ হওয়ার প্রস্তাব পেলে সিদ্ধান্ত নিতে দ্বিধা থাকবে জানিয়েছেন । তবে আপাতত শুধুই ভিকুনা ও পুরো দলের সামনে কোচিংয়ের ইন্টার্নশিপ ।

ABOUT THE AUTHOR

...view details