রানাঘাটের আতর আলির 'খেল সম্মান' - জাতীয় মিটে চন্ডীগড়ে ব্রোঞ্চ পদক
'খেল সন্মান' পেলেন রানাঘাটের আতর আলি । কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে এই পুরস্কার দেওয়া হয় । 2016 সালে জাতীয় মিটে চন্ডীগড়ে ব্রোঞ্চ পদক লাভ করেন বাংলার হয়ে । এছাড়াও 2017,2018, 2019 সালে রাজ্যে সোনা, রুপো লাভ করেন তিনি । বিশেষ করে 400 মিটার দৌড়ে ভালো সফলতা পেয়েছেন তিনি । দারিদ্রতার মধ্যে থেকেও কঠোর অনুশীলন করেই আসে এই সফলতা । সল্টলেক, কাঁচড়াপাড়া , সাই-তে অনুশীলন করে বিভিন্ন প্রতিযোগিতায় সফলতা লাভ করেন তিনি । এই সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি আতর আলি । উল্লেখ্য, মাননীয় মুখ্যমন্ত্রী 2000 টাকা মাসিক পেনসনের প্রতিশ্রুতিও দিয়েছেন ।