Suicide Attempt: বালুরঘাটে ট্রেন লাইনে মহিলাকে আত্মঘাতী হওয়া থেকে বাঁচাল জিআরপি - GRP
ট্রেন লাইনে আত্মহত্যার চেষ্টা এক মহিলার ৷ কিন্তু জিআরপি’র তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি ৷ বালুরঘাট স্টেশনের কাছে একটি ইঞ্জিনের নিচে শুয়ে পড়ে আত্মহত্যা করতে যান ওই মহিলা ৷ কিন্তু জিআরপি’র নজরে চলে আসায়, দ্রুত ইঞ্জিনটিকে থামিয়ে দেওয়া হয় ৷ ইঞ্জিনটি মহিলার উপরে চলে এসেছিল ৷ তবে ইঞ্জিনের উচ্চতা বেশি হওয়ায় মহিলা প্রাণে বেঁচে যান ৷ মাথায় সামান্য আঘাত পেয়েছেন ওই মহিলা ৷ তাঁকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ কী কারণে ওই মহিলা আত্মহত্যা করতে গিয়েছিলেন, তা জানতে বালুরঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷