Neeraj Chopra : পানিপথে নীরজের গ্র্যান্ড ওয়েলকাম, পাত পেড়ে খাবে 30 হাজার লোক
অলিম্পিকসে সোনা জিতে গ্রামে ফিরছে ছেলে ৷ ছেলের জন্য গ্র্যান্ড ওয়েলকামের ব্যবস্থা করেছে জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার পরিবার ৷ হরিয়ানার পানিপথের সমালখা গ্রামে প্যান্ডেল টাঙিয়ে 30 হাজার লোককে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ডাকা হয়েছে ক্যাটারার ৷ ভিয়েন বসিয়ে তৈরি হচ্ছে 30 হাজার জিলিপি ৷ গত বৃহস্পতিবার থেকে লাড্ডু তৈরি শুরু হয়েছে ৷ জিলিপি ছাড়াও মেনুতে রয়েছে রসগোল্লা, গোলাপজাম, চাট, ফুচকা, টিক্কি, দইবড়া ৷ নীরজের পছন্দের বাটি চুরমা তৈরি করেছেন মা সরোজ দেবী ৷ সব মিলিয়ে উৎসবের মেজাজে পানিপথের সমালখা গ্রাম ৷