অঞ্জন মিত্রর প্রয়াণে শেষ হল ময়দানের এক বর্ণময় অধ্যায় - Football
শুক্রবার প্রয়াত হন প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র । তাঁর প্রয়াণে ভেঙে গেল ময়দানের সবচেয়ে চর্চিত জুটি । ক্লাব প্রশাসনের নাম উঠলেই অবধারিত ভাবে 'টুটু-অঞ্জন' জুটির নাম আসবেই । প্রশাসনিক পার্টনারশিপ ভেঙেছিল গত বছর । বন্ধুর টুটুর বিরুদ্ধে লড়বেনে না বলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন অঞ্জন মিত্র । আর তাঁর প্রয়াণে পর টুটু বসু শোকবার্তায় লিখেছেন " যেখানে যাচ্ছিস ভাল থাকিক ৷ "