বিশ্বকাপের মেগা ফাইনালের জন্য সেজে উঠছে লুজ়েল - ফুটবল বিশ্বকাপ স্টেডিয়াম
আরবের স্থাপত্য ও সেদেশের ঐতিহ্যকে মাথায় রেখেই লুজ়েল আইকনিক স্টেডিয়াম তৈরির কথা ভাবা হয়েছে । সেন্ট্রাল দোহা থেকে 15 কিমি দূরে অবস্থিত লুজ়েল সিটির কেন্দ্রে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম । 86 হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামেই হবে 2022 কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল । সেমিফাইনাল ম্যাচও এখানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে FIFA । ইতিমধ্যেই স্টেডিয়ামের 85 শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গেছে ।