SMC Election Result 2022 : হারলেন 7 বারের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান নান্টু পাল, জিতলেন তাঁর স্ত্রী - Ex Chairman of Siliguri Lose from Ward No 12
শিলিগুড়ি পৌরনিগমে আরও এক হেভিওয়েট প্রার্থীর হার (SMC Election Result 2022) ৷ 12নং ওয়ার্ডের সাতবারের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান নান্টু পাল তৃণমূলের প্রার্থী বাসুদেব ঘোষের কাছে দু’শোর বেশ ভোটে হেরেছেন (Ex Chairman of Siliguri Lose from Ward No. 12) ৷ যদিও তিনি এ বার বিজেপির টিকিটে লড়াই করেছিলেন ৷ প্রথমে সিপিআইএম তার পর কংগ্রেস হয়ে তৃণমূলে গিয়েছিলেন ৷ বিধানসভা ভোটের আগে শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ প্রসঙ্গত, বারবার দলবদল করলেও 12নং ওয়ার্ড থেকে বরাবরই জিতেছেন তিনি ৷ এমনকি তাঁর স্ত্রীও 2015 এবং এ বছর ভোটে দাঁড়িয়ে ছিলেন ৷ গতবার নান্টু পালের স্ত্রী মঞ্জুশ্রী পাল 11নং ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতেছিলেন ৷ এ বারও সেই ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হিসেবে তিনি জিতেছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST
TAGGED:
SMC Election Result 2022