আমরা নারী আমরাই পারি, এমনটাই বক্তব্য টলিউড ইনসাইডারদের - Tollywood
আজ আন্তর্জাতিক নারী দিবস। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী-পুরুষের সংখ্যা এখন প্রায় সমান। তবে নারীর এই ক্ষমতায়ণকে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক অঞ্চলগুলোতেও। কথিত আছে, সব নারীই কাজ করে, কিন্তু সবাই বেতন পায় না। অর্থাৎ নারীদের প্রত্যেকে কাজ করে বেতন পাবেন, সেটাই কিন্তু নারীর ক্ষমতায়ণ নয়। তাঁরা যদি গৃহবধূও হন, তাহলেও যেন নিজেদের যোগ্য সম্মানটা তাঁরা পান। এমনটাই বক্তব্য আজকের প্রতিষ্ঠিত নারীদের। ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন নবাগতা পরিচালক পৃথা চক্রবর্তী, কবি ও চিত্রনাট্যকার সম্রাজ্ঞী ব্যানার্জি, ঋতুপর্ণার পার্সোনাল ম্যানেজার শর্মিষ্ঠা এবং ঋতুপর্ণা সেনগুপ্ত স্বয়ং। কী বললেন তাঁরা?