কার্তিকের লাভ লাইফে কে 'আজ' আর কে 'কাল' ? প্রশ্ন সারার - Kartik Aryan latest news
কিছুদিন আগে শোনা গেছিল যে, সারা আলি খান আর কার্তিক আরিয়ান একে অপরকে ডেট করছেন । তবে হঠাৎ করেই সবার মনে ব্যথা দিয়ে তাদের অ্যালেজড রোম্যান্সে ইতি পড়ে যায় । গুজব ছড়ায় যে, কার্তিক এবার ডেট করছেন অনন্য়া পাণ্ডেকে । 'লভ আজ কাল'-এর ট্রেলার লঞ্চে এসে কার্তিককে এই বিষয়ে সরাসরি প্রশ্ন করেন সারা ।