'ইন্টিমেট থিয়েটার' আসলে কী, জানালেন থিয়েটার থেরাপিস্ট - what is intimate theatre
থিয়েটার শেখানোর নামে মেন্টরদের বিরুদ্ধে উঠছে ধর্ষণের অভিযোগ । ফের শুরু হয়েছে মি টু মুভমেন্ট । একে একে অনেকেই নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন । আর 'ইন্টিমেট থিয়েটার'-এর নাম করে তাঁদের যৌন হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ । এটা নাকি একটা প্রসেস, যেখানে শরীর স্পর্শ করতে হয় । কিন্তু, 'ইন্টিমেট থিয়েটার' আসলে কী ? সে বিষয়ে আমাদের জানিয়েছেন থিয়েটার থেরাপিস্ট অভিজিৎ অনুকামিন ।