"বিয়েবাড়ির" মতো ভিড় 'কেদারা'-র প্রিমিয়ারে, অবাক কৌশিক - Koushik Ganguly latest news
জাতীয় পুরস্কার পেয়ে ইতিমধ্যেই ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত 'কেদারা' সিনেপ্রেমীদের নজর কেড়েছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ইন্দ্রদীপের প্রথম পরিচালিত এই ছবির আস্বাদ নিতে, কৌশিক গাঙ্গুলি বা রুদ্রনীল ঘোষের মতো অভিনেতাদের অসামান্য অভিনয় প্রত্যক্ষ করতে। অবশেষে অপেক্ষার অবসান হল। মুক্তি পেল 'কেদারা'। গতকাল 1 নভেম্বর দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির প্রিমিয়ার। কৌশিক, রুদ্রনীল বা ইন্দ্রদীপ তো ছিলেনই, উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী, চূর্ণী গাঙ্গুলি, সৌকর্য ঘোষালের মতো তারকারাও। দেখে নিন ভিডিয়োয়...