যাঁরা পরদার পিছনে কাজ করে, তাঁদের খবরই রাখে না ইন্ডাস্ট্রি : নীতিশ রায়
ভারতবর্ষের সেরা আর্ট ডিরেক্টরের মধ্যে তিনি অন্যতম। পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। তিনি নীতিশ রায়। আর আজ তিনি মনে করেন যে, আমাদের ইন্ডাস্ট্রি শুধুমাত্র শিল্পীদেরই মনে রাখে। পরদার পিছনে যাঁরা কাজ করেন, তাঁদের কেউ খবরই রাখে না। তাঁর পরিচালিত ছবি 'বুদ্ধুভুতুম' মুক্তি পাচ্ছে 20 সেপ্টেম্বর। গ্রাফিক ডিজ়াইনের উপর এমন কাজ খুব কমই হয়েছে বাংলায়। সেই কারণেই 2015 সালে তৈরি হওয়া ছবিটি মুক্তি পাচ্ছে 4 বছর পর, এতদিন ধরে চলছিল গ্রাফিক ডিজ়াইনের কাজ। তবে নীতিশ এটাও মনে করেন যে, এই দেশের আনাচে কানাচে প্রতিভা লুকিয়ে রয়েছে। নাম প্রকাশ্যে না এলেও কর্মক্ষমতার দিক থেকে কোনও অংশে পিছিয়ে নেই আমাদের দেশ। শুনে নিন নীতিশ রায়ের বক্তব্য...