গডফাদারহীন তারকা এনা সাহা : কাজের কোনও ছোটো বড় হয় না
কোনও গডফাদার ছাড়াই ইন্ডাস্ট্রিতে 18 বছর কাটিয়ে ফেললেন এনা সাহা । টেলিভিশন থেকে শুরু করে সিনেমা, আর এবার ওয়েব সিরিজ়, সব মাধ্যমেই যাতায়াত অভিনেত্রীর । এত বছর ধরে একটু একটু করে নিজের জায়গায়টা তৈরি করেছেন এনা । কতটা কঠিন ছিল তাঁর এই জার্নি ? ETV ভারত সিতারাকে জানালেন তিনি । দেখে নিন ভিডিয়ো...