ডেবিউট্যান্ট ইন্টারভিউ : ETV ভারত সিতারার মুখোমুখি 'বুদ্ধুভুতুম'-এর সুজয় সাহা - Bengali Film
নীতিশ রায় পরিচালিত 'বুদ্ধুভুতুম' ছবিতে বুদ্ধুর চরিত্রে অভিনয় করেছেন থিয়েটার ও ছোটো পরদার অভিনেতা সুজয় সাহা। এটাই তাঁর প্রথম বড় পরদায় কাজ। কীভাবে এই সুযোগ এল? কেনই বা তিনি ডেবিউ ছবিতে এরকম একটা রূপকথার চরিত্র বেছে নিলেন? সবকিছু নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন সুজয়। দেখে নিন ভিডিয়োতে।