স্পেশাল স্ক্রিনিং : মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে গোয়েন্দা জুনিয়র - গোয়েন্দা জুনিয়র স্ক্রিনিং
মৈনাক ভৌমিকের 'গোয়েন্দা জুনিয়র' মুক্তি পেয়েছে সম্প্রতি। বাংলা ইন্ডাস্ট্রিতে সেই অর্থে কোনও কিশোর গোয়েন্দা নেই। ঋতব্রত মুখার্জিকে দেখেই পরিচালকের মাথায় আসে এই ছবিটি বানানোর পরিকল্পনা। দর্শক কীভাবে নিচ্ছেন ইন্ডাস্ট্রির এই নতুন গোয়েন্দাকে? ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে সেই কথা জানালেন ঋতব্রত, শান্তিলাল মুখোপাধ্যায় ও অনুষা বিশ্বনাথন। তাঁরাই এই ছবির মুখ্য় চরিত্রে অভিনয় করছেন।