ভাইফোঁটা স্পেশাল : গানে গল্পে কাটল সিধুর ভাইফোঁটা - সিধুর ভাইফোঁটা
গায়ক সিদ্ধার্থ রায়, যিনি 'সিধু' নামেই বেশি পরিচিত, ভাইফোঁটার বিশেষ দিনে দিদিদের থেকে ফোঁটা নিলেন। সঙ্গে হল গানও। তিনি নিজেই স্বীকার করে নিলেন যে, তাঁর জীবনে দিদিদের অবদান অনস্বীকার্য। এই সমস্ত কিছুর সাক্ষী থাকল ETV ভারত সিতারা। দেখে নিন ভিডিয়ো...