মুক্তি পেল 'মিতিনমাসি'-র পোস্টার - Mitinmashi poster
সামনে এল 'মিতিনমাসি' ছবির পোস্টার। এই উপলক্ষ্যে দক্ষিণ কলকাতার একটি ব্যাংকোয়েট হলে হয়ে গেল ফিল্মি পার্টি। উপস্থিত ছিলেন স্বয়ং মিতিনমাসি অর্থাৎ কোয়েল মল্লিক, সঙ্গে তার স্বামী পার্থ অর্থাৎ অভিনেতা শুভ্রজিৎ দত্ত, রিয়া বনিক, জুন মালিয়া প্রমুখ। এছাড়াও ছিলেন ছবির পরিচালক অরিন্দম শীল ও ছবির অন্যান্য কলাকুশলীরা। সঙ্গী ছিল ETV ভারত সিতারা। দেখুন ভিডিয়োতে...