'লালাবাজার' নিয়ে ETV ভারতের মুখোমুখি দিব্যেন্দু ভট্টাচার্য - লালবাজার ওয়েবসিরিজ়
দিব্যেন্দু ভট্টাচার্য, এমন এক অভিনেতা যিনি অনেকটা জলের মতো । তাঁকে যে চরিত্রে ঢালা হবে, তিনি সেই ছাঁচে তৈরি করে নেবেন নিজেকে । একবারের জন্য মনে হবে না যে, অভিনয় করছেন । 'লালবাজার' ওয়েব সিরিজ়েও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দিব্যেন্দু । আজই জ়ি ফাইভে মুক্তি পেয়েছে এই ক্রাইম থ্রিলার সিরিজ় । সেই সিরিজ় নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন অভিনেতা । দেখে নিন ভিডিয়ো...