মুম্বইতে খুব কম অভিনেতার মধ্যে প্রসেনজিৎদার মতো গভীরতা আছে : মারাঠী ছবির পরিচালক শুভ - কলকাতায় মারাঠী ছবি
কলকাতায় চলছে মারাঠী ছবির শুটিং। ছবির নাম 'অবাঞ্ছিত', পরিচালক শুভ নাগ বসু। সেটে ঢুকতেই নজরে এল এক বড় খাবার টেবিলে বসে তিন মারাঠী অভিনেতা-অভিনেত্রী, মিষ্টি দইয়ের হাঁড়ি ততক্ষণে শেষ। কলকাতায় বাঙালি পরিচালকের পরিচালনায় ছবি তৈরি হলে যা হয় আর কি! ছবিতে অভিনয় করছেন ডাঃ মোহন গডসে, কিশোর কদম, অভয় মহাজন, মৃন্ময়ী গোড়বোলে, প্রমুখ। তবে বাঙালি হয়ে কেন মারাঠী ছবি পরিচালনা করছেন শুভ? আর মারাঠী অভিনেতা-অভিনেত্রীদেরই বা কী অনুভূতি কলকাতায় এসে? তোলা রইল ভিডিয়োতে...