শুটিং কভারেজ : ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি 'আগন্তুক' - ইন্দ্রদীপ দাশগুপ্তের বাংলা ছবি
ইন্দ্রদীপ দাশগুপ্তের প্রথম ছবি ছিল 'কেদারা', সেই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। এবার তাঁর পরবর্তী ছবি 'আগন্তুক'-এর শুটিং শুরু হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবির চ্যাটার্জি ও সোহিনী সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে নীল, দেবপ্রতিম দাশগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত, 'ক্যাকটাস' ব্যান্ডের ভোকালিস্ট সিধু, মৌসুমি ও পায়েল অভিনয় করেছেন। পরিচালনার পাশাপাশি ছবির সংগীত পরিচালনার দায়িত্বও ইন্দ্রদীপ দাশগুপ্তর। ছবিতে গান গাইছেন অরিজিৎ সিং। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। শুটিং চলছে দক্ষিণ কলকাতায় অবস্থিত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের বাড়িতে। লাল রঙের দেওয়ালে মোড়া, বাগানওয়ালা, অট্টালিকাপ্রায় বাড়িটায় বসেছে 'আগন্তুক'এর সেট। শুটিং উপস্থিত ছিল ETV ভারত সিতারা।