হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান্ডির মাস্টারক্লাস KIFF-এ - অ্যান্ডি ম্যাকডোয়েলের ক্লাস
'সেক্স লাইজ় অ্যান্ড ভিডিয়ো টেপ' বা 'ফোর ওয়েডিংস অ্যান্ড অ্যা ফিউনেরাল'-এর মতো হলিউড ছবির জনপ্রিয় অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডোয়েল উপস্থিত ছিলেন 25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। নিলেন একটি মাস্টারক্লাস। তাঁর অভিনীত ছবির কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখিয়ে তিনি সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বলেন ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা' তাঁকে আবেগপ্রবণ করে তোলে। সত্যজিৎ রায়ের ছবিও তাঁকে নাড়া দেয়, জানান অ্যান্ডি। দেখে নিন সেই মাস্টারক্লাসের কিছু অংশ..