শীতকালে মধ্যবিত্ত বাঙালিরা একটু ব্রিটিশ মোডে ঢুকে যায় : সোহিনী - Sayani Ghosh latest news
শীতকাল মানেই কেক তৈরি করা, কফির ধোঁয়ায় গা ভাসানো, রোদ পোয়াতে পোয়াতে কমলালেবু খাওয়া, সারা রাত ধরে পার্টি করা বা বন্ধুদের সঙ্গে লঙ ড্রাইভে যাওয়া। শীতকালের এই আমেজ নিতে সারা বছর অপেক্ষা করে থাকে বাঙালি। আর এই পুরো ব্যাপারটাকে এক কথায় 'ব্রিটিশ মোড' বলে আখ্যা দিলেন অভিনেত্রী সোহিনী সরকার। তিনি নিজেও শীতকালে এই মোডেই ঢুকে যান। শুধু তিনি কেন? অভিনেত্রী মানালি দে ও সায়নি ঘোষও শীতকালে নিজেদের স্টাইল স্টেটমেন্ট ও অ্যাজেন্ডা লিস্ট নিয়ে খুবই এক্সাইটেড। দক্ষিণ কলকাতার এক ডিজ়াইন স্টুডিয়োতে নতুন উইন্টার কালেকশনের লঞ্চে উপস্থিত ছিলেন তিনজনেই। দেখে নিন ভিডিয়ো...