"অপর্ণা সেন একটা প্রতিষ্ঠানের মতো করে তৈরি করেছেন আমায়" - Aparna Sen's Film
এমনটাই বললেন 'ঘরে বাইরে আজ' ছবির নায়িকা তুহিনা দাস। তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় ব্রেক এই ছবি। একে তো এই ছবির পরিচালক অপর্ণা সেন, যাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন অভিনেতা-অভিনেত্রীরা..অন্যদিকে রবীন্দ্রনাথের উপন্যাস 'ঘরে বাইরে' অবলম্বনে এই ছবি। সব মিলিয়ে একটা লাইফটাইম অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তুহিনা। ETV ভারত সিতারার সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী।