ছবির নাম 'সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে', মুক্তি পেল পোস্টার - Chairanjit latest news
দেশে বিদেশে বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে প্রশংসিত হওয়ার পর অবশেষে সামনে এল অরিজিৎ বিশ্বাস পরিচালিত 'সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে' ছবির পোস্টার। সিনেপ্রেমী মানুষদের জন্য ছবিটি আগামী মাসে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। ছবির গল্প আবর্তিত হয়েছে কলকাতা শহরের এক স্বঘোষিত বিজ্ঞানী কে.সি.পালের জীবন অবলম্বনে। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মেঘনাদ ভট্টাচার্য। এছাড়াও রয়েছেন চিরঞ্জিত, পল্লবী চ্যাটার্জি, সুচন্দ্রা ভানিয়া, শ্রীলা মজুমদার প্রমুখ। পোস্টার লঞ্চ অনুষ্ঠানে হয়েছিল তারকা সমাগম। উপস্থিত ছিল ETV ভারত সিতারা। দেখে নিন ভিডিয়ো...