নেগেটিভ চরিত্রে অভিনয় করার নেশা হয়ে গেছে : সুদীপ্তা - Beder Meye Jyotsna
শুরু হয়েছে সেই 'জল নূপুর' থেকে, তারপর 'চোখের তারা তুই' বা 'কিরণমালা'-র মতো ধারাবাহিক। প্রতিটা ধারাবাহিকেই সুদীপ্তা ব্যানার্জিকে নেগেটিভ চরিত্রে দেখা গেছে। এর এটাই আপাতত তাঁর নেশা হয়ে দাঁড়িয়েছে। এখন সুদীপ্তা অভিনয় করছেন 'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকে। এখানেও নেগেটিভ চরিত্রে। তবে এই ইমেজ ভাঙার জন্যও তৈরি অভিনেত্রী। নভেম্বরে মুম্বই যাচ্ছেন কাজ নিয়ে, রয়েছে সিরিজ়ে অভিনয় করার পরিকল্পনা। সবকিছু নিয়েই ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন সুদীপ্তা।