স্বাধীনতা উপলক্ষে ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন তারকারা - স্বাধীনতা দিসব ফ্যাশন শো
শর্বরী দত্তর তৈরি পোশাক পরে ব়্যাম্প মাতালেন বিখ্যাতরা। সল্টলেকের এই বিলাসবহুল হোটেলে সেলেব্রিটি ডিজ়াইনারের পোশাক পরে ব়্যাম্পে হাঁটলেন প্রিয়াঙ্কা সরকার, সুদীপ্তা চক্রবর্তী, মুমতাজ সরকার, ইন্দ্রজিৎ চক্রবর্তী, অরিজিৎ দত্ত, সত্যম রায়চৌধুরি, অঙ্কিতা দাসের মতো ব্যক্তিত্বরা। ফ্যাশন শোয়ে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।