Interview : 'অব্যক্ত' ছবির সংগীত পরিচালক সৌম্যরিত - Abyakto Bengali Film
বাবা গৌতম নাগ নব্বইয়ের দশকের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রতিষ্ঠিত শিল্পী। বর্তমানে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন। তাঁরই সুপুত্র সৌম্যরিত সংগীত পরিচালনা করতে শুরু করলেন অর্জুন দত্তের পরিচালিত 'অব্যক্ত' ছবির হাত ধরে। ক্যালিফোর্নিয়া থেকে মিউজ়িক নিয়ে পড়াশোনা করে এখন তিনি পুরোমাত্রায় সংগীত পরিচালক । বাবা গৌতমই তাঁর একমাত্র এবং শেষ গুরু। এছাড়াও, অঞ্জন কাঞ্জিলালের 'সহবাসে' ও অর্জুন দত্তের 'গুলদস্তা' ছবিতে মিউজ়িক করেছেন সৌম্যরিত। তাঁর সঙ্গে কথা বলল ETV ভারত সিতারা।