"তুমিময় হয়ে যাই", কেন বললেন ইমন? - Rajatabha Dutta
"তুমি যাকে ভালোবাস", গানটি ইমন চক্রবর্তীকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল। সেটাই তাঁর ক্যারিয়ারের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। বড় পরদার অন্যতম গ্রহণযোগ্য় প্লেব্যাক শিল্পী হওয়ার পর এবার শর্টফিল্মেও ইমন। 'থ্রি স্টার স্প্লিট' শর্টফিল্মে গান গাইছেন তিনি। শর্টফিল্মটিতে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য ও রজতাভ দত্ত। একটা খুব রোম্যান্টিক গান গাইছেন ইমন, নাম 'তুমিময় হয়ে যাই'। গানের রেকর্ডিংয়ে ETV ভারত সিতারা।
Last Updated : Aug 10, 2019, 3:04 PM IST